
মুজিব অলিম্পিয়াড ২০২০
ও
মুজিববর্ষ বিতর্ক
প্রতিযোগিতা
উদ্দেশ্য
মুজিব অলিম্পিয়াড এর উদ্দেশ্য
বাংলাদেশে স্কুল-কলেজ পড়ুয়া লক্ষাধিক শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর জীবনগাঁথা, বঙ্গবন্ধুর সাথে জড়িত এদেশের সোনালী ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে সম্যক জ্ঞান প্রোথিত করা
বিবরণী
আয়োজন বিবরণী

মুজিব অলিম্পিয়াড এর যাত্রা শুরু হয় ২০২০ সালে। খুলনা বিভাগের প্রায় ৩৪ টি স্কুলের প্রায় ৩৫০০ শিক্ষার্থী অংশগ্রহন করে মুজিব অলিম্পিয়াড ২০২০ এর খুলনা বিভাগীয় পর্যায়ে। একই সাথে আমরা আয়জন করি মুজিববর্ষ বিতর্ক প্রতিযোগিতা। যেখানে খুলনা বিভাগের স্কুল পর্যায়ের ৩২ টি দল অংশগ্রহন করে। খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং খুলনা জেলা প্রসাশনের মাননীয় জেলা প্রসাশক মহোদয় স্বয়ং উপস্থিত থেকে পুরুষ্কার তুলে দেন বিজয়ীদের মাঝে এবং অনুপ্রাণীত করেন সকল প্রতিযোগীকে। উক্ত অনষ্ঠুানে আরো উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিশিষ্টসব ব্যাক্তি বর্গ।
উল্ল্যেখ্য, সে বার খুলনা বিভাগীয় পর্যায় আয়োজন করার পর আমাদের পরিকল্পনা ছিলো বাংলাদেশের সবগুলো বিভাগে আয়োজন শেষে মুজিব অলিম্পিয়াড ২০২০ এর জাতীয় পর্যায় আয়োজন করার। কিন্তু দুর্ভাগ্যবশত, সে বছরই পুরোবিশ্বে আঘাত হানে মহামারী করোনা। যার প্রভাব পরে বাংলাদেশেও। মার্চ থেকে ই সরকার জনগনের নিরাপত্তার স্বার্থে সারাদেশ লকডাউন ঘোষনা করে। যার কারনে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয় নি। সেই অপূর্ণ পরিকল্পনার অংশ হিসেবে ই আমরা আয়োজন করি মুজিব অলিম্পিয়াড ২০২৩।
গ্যালারি
মুজিব অলিম্পিয়াড ২০২০




যেকোনো তথ্যের জন্য কল করুন
সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত