
Wilderness Open 2020
দক্ষিন এশিয়ার সবথেকে বড় বিতর্ক প্রতিযোগিতা
বিবরণী
আয়োজন বিবরণী
দক্ষিন এশিয়ার সবথেকে বড় বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে নিণীষ ২০২০ সালে । যে খানে বাংলাদেশ সহ দক্ষিন এশিয়ার সর্বমোট ১২০ টি দল অংশগ্রহন করে প্রাথমিক পর্যায়ে । প্রতিযোগিতাটি হয় অনলাইন প্লাটফর্ম ‘ডিসকর্ড’ ব্যাবহার করে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দ্বায়িত্ব পালন করে দক্ষিন এশিয়ার নামকরা সব বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা সব বিতার্কিক। তাদের নির্ভুল এবং বিচক্ষন বিচারের দ্বারা যোগ্য দলটিই নিয়ে নেয় Wilderness Open 2020 এর মুকুট।
গ্যালারি
Wilderness Open 2020






যেকোনো তথ্যের জন্য কল করুন
সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত